ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকার হাজী ক্যাম্প শাখার অধীনে আশকোনা উপশাখার যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মিজানুর রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. আনিসুর রহমান নাঈম ও মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবসায়ী হারুন অর রশিদ গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন হাজী ক্যাম্প শাখার প্রধান সাইফুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখার ইনচার্জ মো. মুহসিনুল কবির।