ইন্টারন্যাশনাল লিজিংয়ের এজিএম অনুষ্ঠিত

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন ঘোষিত লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা।

ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে কোম্পানিটিতে সুপ্রিম কোর্টের নিয়োগ করা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সফিকুল ইসলাম, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. এনামুল হাসান, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান ও কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এজিএমে কোম্পানিটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান বলেন, ২০২০ সালের ১ জুন থেকে গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ঋণ পুনঃতফসিলীকরণ ও বকেয়া কিস্তি বাবদ ১৬৬ কোটি টাকা আদায় হয়েছে। এ সময়ে ২ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করার পাশাপাশি আসল ও সুদসহ ১ হাজার ৮৯২ জন গ্রাহককে মেয়াদি আমানতের ১১৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ সময়ে ৫৩২টি আমানত হিসাবের ৮৬ কোটি টাকা পুরোপুরি নগদায়ন এবং ১ হাজার ৬০০ কোটি টাকার আমানত নবায়ন করা হয়েছে। অর্থ সাশ্রয়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানটির ধানমন্ডি কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে।