গ্রুপ বীমা দাবি বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে চতুর্থ প্রজন্মের আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অসুস্থতাজনিত কারণে জুলফার বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তার মৃত্যুতে এই বীমা দাবি পরিশোধ করে।
রাজধানীর মহাখালী ট্রাস্ট মিলনায়তনে গত বৃহস্পতিবার এই চেক হস্তান্তর করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, অনুষ্ঠানে জুলফার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মতিউর রহমান (অবঃ) এর নিকট বীমা দাবির এই চেক হস্তান্তর করেন আস্থা লাইফের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম (অবঃ)।
এছাড়াও চেক হস্তান্তর অনুষ্ঠানে উভয়পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।