সাভারের আশুলিয়ায় এক পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক এলাকার রাঙ্গা সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে আশুলিয়ার ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও দুই ইউনিট যুক্ত হয়। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা হয়নি।