আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে শুভেচ্ছা জানালো ন্যাশনাল লাইফ

 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির।

সচিবালয়ে কোম্পানির মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস (এফসিএ) এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে, র্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ সাথে  বীমা খাতের সমস্যা, সম্ভাবনা এবং করণীয় পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ন্যাশনাল লাইফের উল্লেখযোগ্য কর্মকান্ড, সময়মত দাবী প্রদান এবং গ্রাহক সেবা বিষয়ে সচিব মহোদয়কে অবহিত করেন।