বর্তমানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এর কর্মকান্ড নিয়ে উত্তপ্ত বলিউড। বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান গ্রেফতারের পর এখনও জামিন পাননি। এদিকে আরিয়ান খান জামিন না পাওয়ায় শাহরুখের স্ত্রী গৌরী খান ভীষণ কান্না করেছেন- এমন একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পরে। টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম ওই ভিডিওসহ এ সংক্রান্ত খবর প্রকাশ করে। কিন্তু সেই খবর প্রকাশের একদিন পরই বলিউড লাইফের ফ্যাক্ট চেক টিম ও ডিএনএ ইন্ডিয়ার দাবি, ভিডিওতে যাকে কাঁদতে দেখা যায় তিনি আরিয়ানের মা গৌরি নন, তিনি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি।
বলিউড লাইফের প্রতিবেদন বলছে, আরিয়ান খানের জামিন শুনানির পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সাদা শার্ট পরা এক নারীকে গাড়ির ভেতর কাঁদতে দেখা যায়। ভক্তরা অনুমান করেন, ওই নারী শাহরুখপত্নী গৌরী খান, যিনি সন্তানের জামিন আবেদন আদালতে নাকচ হওয়ার পর ভেঙে পড়েন। কিন্তু প্রকৃত সত্য হলো, ভিডিওতে কান্নারত ওই নারী গৌরী খান নন। আদালতে গৌরী বা শাহরুখ কেউই উপস্থিত ছিলেন না। আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি, যিনি এই সুপারস্টার পরিবারের প্রতিনিধি।
টাইমস অব ইন্ডিয়ার খবর, মাদক মামলায় শুক্রবার জামিন আবেদন নাকচ করে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও ডিজাইনার গৌরী খানের ছেলে আরিয়ান খানসহ অভিযুক্তদের আর্থার রোডের জেলে পাঠান আদালত। আর মুনমুন ধমেচাসহ অপর নারীকে পাঠানো হয় বাইকুল্লা নারী কারাগারে।
বেশ কয়েকদিন হয়ে গেল গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পত্র আরিয়ান খান এবং গ্রেফতারের পর থেকেই এটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা তবে এখনো জামিন মেলেনি আরিয়ানের।