বলিপাড়ায় বর্তমান সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে আরিয়ান খান। তাকে গ্রেফতারের পর ১৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকা থেকে মাদকবিরোধী সংস্থা তলব করেছেন আরেক অভিনেত্রী অনন্যা পান্ডে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অভিনেত্রী অনন্যা পান্ডের মুম্বাইয়ের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) অভিযান চালিয়েছে এবং তাকে মাদকবিরোধী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। অনন্যা আরিয়ান খানের সঙ্গে সামাজিকভাবে পরিচিত এবং তারা একটি গ্রুপের অংশ। শুধু তাই নয়, অনন্যা আরিয়ানের বোন সুহানার সেরা বন্ধু।
এনসিবির অভিযান ইঙ্গিত দেয় যে, ‘বলিউড-ড্রাগস লিঙ্ক’ নামে একটি মাদকবিরোধী অভিযানের তদন্তে এ তালিকা করা হয়। এ বিষয়ে গত এক বছরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে উঠে আসা একটি সূত্র ধরে একাধিক হাই প্রোফাইল অভিনেতাকে প্রশ্ন করা হয়েছে।
এদিকে আরিয়ান খান ৪ অক্টোবর থেকে কারাগারে আছেন। বুধবার আদালত তার জামিন প্রত্যাখ্যান করে বলেছে যে, তার হোয়াটসঅ্যাপের চ্যাট থেকে ‘অবৈধ মাদক কর্মকাণ্ডে’ জড়িত থাকার কথা জানা গেছে।
এসবের সূত্র ধরে এ অভিনেত্রীকে তলব করেছে মাদক বিরোধী সংস্থা।