সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে আমান কটন ফাইব্রাস লিমিটেডের প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) ও নিরীক্ষককে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮০৭তম কমিশন সভায় গতকাল এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে গতকালের কমিশন সভায় আমান কটন ফাইব্রাসের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কোম্পানিটির ৭৩ কোটি টাকার স্থায়ী আমানতের লিয়েন বাতিল করে সাতদিনের মধ্যে কমিশনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে। কোম্পানিটির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. তৌফিকুল ইসলাম ও মো. তরিকুল ইসলামের প্রত্যেককে ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এ চার পরিচালকের জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি টাকায়। কোম্পানিটির বিরুদ্ধে যেসব সিকিউরিটিজ আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে কমিশন তার মধ্যে রয়েছে পরিকল্পনা অনুসারে আইপিওর অর্থ ব্যয় না করা, যৌথ উদ্যোগ, সহযোগী বা অঙ্গপ্রতিষ্ঠান ও অধিগ্রহণের উদ্দেশ্যে আইপিও তহবিল ব্যবহার করা, কোম্পানির আর্থিক অবস্থানের বিষয়ে সঠিক ও প্রকৃত চিত্র তুলে না ধরা, বিশেষ নিরীক্ষককে সহযোগিতা না করা এবং যথাযথ দলিলাদি ছাড়াই সম্পর্কিত পক্ষের মধ্যে লেনদেন করা। অন্যদিকে কোম্পানিটির নিরীক্ষিক আতা খান অ্যান্ড কোম্পানিকে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।