আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণে হতাহতের কোনো অফিসিয়াল রিপোর্ট দেওয়া হয়নি। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে। হামলার ঘটনায় কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মসজিদটিতে মুসল্লিতে পরিপূর্ণ ছিল। মসজিদের প্রধান দরজায় তিনটি বিস্ফোরণ হয়। হামলার পর ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মসজিদের ভেতরে লাশ পড়ে থাকতে দেখা যায়। আহতদের অন্য মুসল্লিরা সাহায্য করছিল। তালেবান স্পেশাল ফোর্স ঘটনাস্থল নিয়ন্ত্রণে নিয়েছে। তারা স্থানীয়দের বলেছে, হামলায় আহতদের রক্তদান করতে।

আইএস’র স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে এই হামলার পেছনে রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে গত সপ্তাহে শুক্রবার জুমার নামাজে শিয়া মসজিদে হামলায় ৫০ জন নিহত হয়েছে।