আজ থেকে নতুন সড়ক আইন কার্যকর হবে

নতুন সড়ক আইন সকলকে বোঝার জন্য ও কার্যকর করার জন্য দুই সপ্তাহ শিথিল রাখা হয়েছিল। সেসময় দুদিন আগেই শেষ হয়ে গেছে।

আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, নতুন সড়ক আইন বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ আছে তবে যত বাধাই আসুক না কেন আমি এগিয়ে যাবো ।

১৭ নভেম্বর রাজধানীর কুড়িলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) স্থায়ী ক্যাম্পাসে সড়ক নিরাপত্তা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তবে এসব কথা ওবায়দুল কাদের।