শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংক লিমিটেড আইপিও শেয়ারের ১৫ শতাংশ শেয়ার ব্যাংক কর্মীদের কাছে বিক্রি করতে পারবে। ব্যাংকটির প্রস্তাব অনুযায়ী এ সিদ্ধান্ত দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর আগে ১৫ শতাংশ শেয়ার ইস্যয়ার ব্যাংকের কর্মীদের মাঝে ইস্য সংক্রান্ত প্রস্তাব করে ব্যাংকটি। বিষয়টি কমিশনের অদ্যকার সভায় বিস্তারিত আলোচনা হয়। এ প্রেক্ষিতে শুধুমাত্র ইউনিয়ন ব্যাংকের কর্মীর্দের মধ্যে ১৫ শতাংশ শেয়ার বন্টন এবং উক্ত শেয়ারের লক-ইন এর মেয়াদ ০২ (দুই) বছর নির্ধারণ করার বিষয়ে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও ইস্যুয়ার ব্যাংটিকে ১৫ শতাংশ সিকিউরিটিজ বণ্টন অনুযায়ী প্রস্পেক্টাসে যে সকল পরিবর্তন হবে তা সংযোজন করে নতুন প্রসপেক্টাস কমিশনে জমা দেওয়ার নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৪২৮ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দিয়েছে বিএসইসি। এজন্য ১০ টাকা করে কোম্পানিটি ৪২ কোটি ২৮ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।
আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।
ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৮ পয়সা ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ২৭ পয়সা। আর বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে মুনাফা হয়েছে এক টাকা ৮২ পয়সা।
ব্যাংকটিকে শেয়ারবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বপালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।