বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চার সদস্য পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ ২ ডিসেম্বর এ সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।
আইডিআরএ সদস্য (লাইফ) পদে নিয়োগ পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আপেল মাহমুদ এবং সদস্য (নন-লাইফ) পদে নিয়োগ পেয়েছেন মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। সদস্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মিজ তানজিনা ইসমাইল।