গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি (বাগ) ধরা পড়ে। এই ত্রুটির ফলে সাইবার অপরাধীরা ভুয়া অ্যাপ তৈরি করে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নিয়েছে বলে জানায় একটি মোবাইল ফোনের নিরাপত্তা প্রতিষ্ঠান।
এই ত্রুটি বা বাগের কারণে আক্রমণকারীরা নকল লগ-ইন পাতা তৈরি করে বিভিন্ন অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে। প্লে স্টোরের এক জরিপে দেখা যায়, এই কৌশল প্রয়োগ করে প্রায় ৬০ টির বেশি ব্যাংককে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে অপরাধীরা।
তবে এই ত্রুটি সমাধানে ব্যবস্থা নিয়েছে গুগল। এ ছাড়া সমস্যাটির উৎস খুঁজতে কাজ করে যাচ্ছে বলে জানায় তারা।
বাগটি প্রথমে খুঁজে বের করে নরওয়ের মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান প্রমোন। এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) টম হ্যানসেন জানান, ক্ষতিকর ম্যালওয়্যারটির সাহায্যে কয়েকটি দেশের ব্যাংককে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। আক্রমণকারীরা অনেক ব্যবহারকারীর অর্থ চুরি করে নেয়। খবর বিবিসির।