অস্কারের আন্তর্জাতিক ফিচারে প্রথমবার ইন্দোনেশিয়ার ছবি

 

আগামী বছরের ২৭ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪ তম আসর। এবছর আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে এখন পর্যন্ত জমা পড়েছে ৯৩টি সিনেমা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ইন্দোনেশিয়ার ছবি। ছবির নাম ‘ইউনি।’

‘ইউনি’ ছবিটি পরিচালনা করেছেন কামিলা আনদিনি। ছবির গল্প লিখেছেন আনদিনি এবং প্রিমা রুশদি। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। উৎসবে প্ল্যাটফর্ম পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি।

আগামী বছরের ২৭ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কারের ৯৪ তম আসর। এবছর আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে এখন পর্যন্ত জমা পড়েছে ৯৩টি সিনেমা। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ইন্দোনেশিয়ার ছবি। ছবির নাম ‘ইউনি।’

‘ইউনি’ ছবিটি পরিচালনা করেছেন কামিলা আনদিনি। ছবির গল্প লিখেছেন আনদিনি এবং প্রিমা রুশদি। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। উৎসবে প্ল্যাটফর্ম পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি।

‘ইউনি’ ছবির গল্প এক উচ্চাভিলাষী কিশোরী মেয়েকে ঘিরে যে বিয়ের চাপের মুখোমুখি হয়। নির্মাতা বলেন, “‘ইউনি’ হলো সমাজের চেয়ে নিজেকে বেশি গুরুত্ব দেয়ার গল্প। ‘ইউনি’ নিজের মতো করে মুক্তি খুঁজে নেয়ার গল্প। আমি চাই দর্শক ছবিটি দেখে নিজেদের টিনএজ মেয়েদের কথা ভাবুক। আমাদের সমর্থন তাদের প্রয়োজন। তারা ভবিষ্যতে কী হতে চায়, তা জানার চেষ্টা করা প্রয়োজন।’

১ নভেম্বর পর্যন্ত অস্কারের আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতে সিনেমা জমা দেয়া যাবে। খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর। নির্বাচিত চূড়ান্ত পাঁচ ছবির নাম প্রকাশ করা হবে ৮ ফেব্রুয়ারি।