অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে বাস পুকুরে

 

নোয়াখালীর সুবর্ণচরে অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও জেলা পুলিশ এবং উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

১১ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সুবর্ণচর-হাতিয়ার চেয়ারম্যান ঘাট সড়কের খাসের হাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বসাটিতে ৬০-৬৫ জন বরযাত্রী ছিলেন বলে আহত এক যাত্রী জানিয়েছেন। তবে হতাহতের খবর এখনও জানা যায়নি।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) এ এস এম ইবনুল হাসান ইভেন জানান, হাতিয়ার বয়ার চর থেকে সুবর্ণচর উপজেলার চর বৈশাখী আসার পথে বর যাত্রীবাহী বাসটি পুকুরে পড়ে যায়। এদের মধ্যে রাত ৯টা পর্যন্ত ১১জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, মাইজদি ফায়ার স্টেশন এবং সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। উদ্ধার কাজ চলছে।