অবসরে চমেকের ৩ শিক্ষক

সরকারি চাকরি থেকে অবসরে গেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৩ শিক্ষক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

তারা হলেন- মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সুযত পাল, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ আনোয়ারুল হক, চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কাশেম চৌধুরী।

নিয়ম অনুযায়ী, অবসর প্রদানের পাশাপাশি তাদের এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং অর্জিত ছুটির প্রাপ্যতা অনুযায়ী ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্ট মঞ্জুর করা হয়েছে।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা অর্থ বিভাগ হতে জারিকৃত নির্দেশনা অনুযায়ী ল্যাম্পগ্রান্টসহ অবসর এবং অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও পরিচালকের দফতরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর