সম্মেলনে বিলাওয়াল জানান, জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং প্রেসিডেন্ট প্রার্থী হবেন তার বাবা আসিফ আলী জারদারি
কয়েকদিনের টানা আলোচনা ও দফায় দফায় বৈঠকের পর অবশেষে পাকিস্তানে সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
বুধবার মধ্যরাতে আলোচনার পর জোট সরকার গঠনের ঘোষণা দেয় দল দুটি। খবর দ্যা ডন।
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি উভয় দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) এখন সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং আমরা পরবর্তী সরকার গঠনের অবস্থানে রয়েছি।
পাকিস্তানে নতুন সরকারের ঘোষণা ২৭-২৮ ফেব্রুয়ারিপাকিস্তানে নতুন সরকারের ঘোষণা ২৭-২৮ ফেব্রুয়ারি
সম্মেলনে বিলাওয়াল আরও জানান, জোট সরকারের প্রধানমন্ত্রী হবেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ এবং উভয় দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হবেন তার বাবা আসিফ আলী জারদারি। এ সময় তার বাবাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করার জন্য পিএমএল-এনকে ধন্যবাদ জানান বিলাওয়াল।
বিলাওয়াল আরও জানিয়েছেন, শুধুমাত্র পাকিস্তানের স্থিতিশীলতার জন্য তারা জোট সরকার গঠনে সম্মত হয়েছেন।
তবে নতুন সরকারের মন্ত্রীসভায় তারা কোন কোন মন্ত্রণালয়গুলো নেবেন বা পাবেন সেটি পরে জানানো হবে বলে জানিয়েছেন বিলাওয়াল।
একই সংবাদ সম্মেলনে পিএমএল-এন নেতা শাহবাজ শরিফ বলেন, তারা ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পিটিআই সরকার গঠনে পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, পরবর্তী সরকার গঠনের জন্য আমাদের কাছে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বানে সর্বোচ্চ ৯২টি আসন পায় পিটিআইয়ের স্বতন্ত্ররা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫টি আসন পায় পিএমএলএন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৪টি আসন পায় পিপিপি।