অনুমিত ছাড়া বিএনপির সভা-সমাবেশের সাহস ও শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের অনুমতি ছাড়া বিএনপি সভা সমাবেশ করবে বিষয়টি আমার কাছে হাস্যকর।’
‘পুলিশের অনুমতি ছাড়া তাদের সভা-সমাবেশ করার সাহস, শক্তি আছে কি না আমার প্রশ্ন আছে। আন্দোলনে তাদের কোন সক্ষমতা আছে?’
বিএনপি কোন আন্দোলনে ৫০০ লোক দেখাতে পারেনি বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির আমলে আওয়ামী লীগকে অনুমতি নিয়েই সভা-সমাবেশ করতে হয়েছে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা অনুমতি নিবেন না কেন? তাদের আমলে অনুমতি ছাড়া আমাদের কোন সভা-সমাবেশ করতে দেয়নি। ’
প্রসঙ্গত, গত রোববার রাজধানীতে বিএনপির এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের পর থেকে বিএনপি সমাবেশ করতে আর কোনো অনুমতি নেবে না। যখন প্রয়োজন সমাবেশ হবে। আমরা রাজপথে নামব, এটা আমাদের অধিকার। আমাদের সাংবিধানিক অধিকার যে, আমি প্রতিবাদ করতে পারব।
এর আগে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিলেও পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে পূর্ব নির্ধারিত সমাবেশের কর্মসূচি একদিন পিছিয়ে রোববার করে দলটি। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।