অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বাসচাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একইসাথে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার চুয়েটের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অতথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, চুয়েটের পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে।

বিকালে চুয়েটের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা বৃহস্পতিবারও অবরোধের মধ্যে গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়ায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়।

এন এস