অনিয়মে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স, জরিমানা ১০ লাখ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগে এই জরিমানা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ টাকা। কোম্পানির রিভিউ আবেদনের ফলে ৪ লাখ টাকা মওকুফ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

৫ ফেব্রুয়ারি আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।

আইডিআরএ-এর তথ্য অনুসারে, বীমা কোম্পানিটির ২০২২ সালের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপিত নানা অনিয়মের ভিত্তিতে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি এক শুনানির মাধ্যমে এ জরিমানা করেছে।

কোম্পানির আবেদন পেয়ে জরিমানার বিষয়টি রিভিউ করে আইডিআরএ। রিভিউয়ের মাধ্যমে জরিমানা অর্থ ৪ লাখ টাকা কমানো হয়। ফলে জরিমানা ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে।

এর আগেও নানা অনিয়মের কারণে তাকাফুল ইন্স্যুরেন্স কোম্পানি ও তাদের পরিচালকরা জরিমানার কবলে পড়ে।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বেসরকারি খাতের একটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা একদল ব্যবসায়ী ৬ কোটি টাকা মূলধন নিয়ে কোম্পানিটি শুরুর উদ্যোগ নিয়েছিলেন।