অতিবৃষ্টিতে ভেসে গেছে ব্রাজিলের বেশির ভাগ কফি আবাদি জমি

অতিবৃষ্টিতে ভেসে গেছে ব্রাজিলের বেশির ভাগ কফি আবাদি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যান্য ফসলি জমিও। দীর্ঘ সময় ধরে চলা খরা ও তুষারপাতের প্রভাব কাটতে না কাটতেই অতিবৃষ্টি দেখা দেয়ায় দেশটির কৃষি খাত আবারো বিপর্যয়ের মুখে পড়েছে। খবর নাসডাক।

ব্রাজিলের প্রধান কফি উৎপাদন অঞ্চল মিনাস গেরাস প্রদেশ। সম্প্রতি এ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় চার গুণ বৃষ্টিপাত হয়েছে। বিশ্লেষকরা জানান, চলমান খরা ও তুষারপাতে ব্রাজিলের আবাদি জমিগুলো রুক্ষ হয়ে পড়েছে। বৃষ্টিপাতের কারণে এসব জমির মাটির অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে। তবে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় কফি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।

ব্রাজিল বিশ্বের শীর্ষ কফি উৎপাদক। গত বছর দেশটিতে ৯০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দেয়। এর কিছুদিন পরই শুরু হয় তুষারপাত। কয়েক দশকের মধ্যে এমন শক্তিশালী তুষারপাত আর দেখা যায়নি। এতে কফিসহ দেশটির কৃষিপণ্য উৎপাদন তলানিতে নেমে আসে।

এ কারণে গত বছরের বেশির ভাগ সময়ই অস্থিতিশীল ছিল কফির আন্তর্জাতিক বাজার। এর মধ্যে বিশ্বজুড়ে সরবরাহ চেইনে সংকট বাজারকে আরো উত্তপ্ত করে তুলতে সহায়তা করে। চলতি বছর বাজার পরিস্থিতি নিয়েও দেখা দিয়েছে অনেক বেশি অনিশ্চয়তা।

ব্রাজিলের কৃষি সংস্থা কোনাবের প্রাক্কলন অনুযায়ী, ২০২১-২২ মৌসুম শেষে ব্রাজিলে সব মিলিয়ে ৪ কোটি ৬৮ লাখ ৮০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি উৎপাদন হতে পারে। গত বছরের তুলনায় উৎপাদন ২৫ দশমিক ৭ শতাংশ কমবে।