মেশিন আমদানি করবে এপেক্স স্পিনিং

গ্রেজ নিট ফ্যাব্রিকসের উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য জার্মানি থেকে ১০ পিস সার্কুলার নিটিং মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। গাজীপুরের কালিয়াকৈরের কারখানায় এ মেশিন স্থাপন করা হবে। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ আমদানি-সংক্রান্ত সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে বস্ত্র খাতের কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, মেশিনগুলো থেকে ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে কোম্পানিটি। এসব মেশিন আমদানিতে দশমিক ৬৩ মিলিয়ন ইউরো বা ৬ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয় হবে, যার পুরোটাই অর্থায়ন করবে এইচএসবিসি বাংলাদেশ লিমিটেড। মেশিনগুলো আমদানির পর বেশির ভাগই নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহার করবে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।