পরিশোধিত মূলধন বাড়াবে উসমানিয়া গ্লাস শিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের পর্ষদ পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কাছ থেকে অনুমোদন নিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিদ্ধান্ত অনুসারে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার ঋণকে শেয়ার মূলধনে রূপান্তরের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে। এর মাধ্যমে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৩০ কোটি টাকা ন্যূনতম পরিশোধিত মূলধনের বাধ্যবাধকতা পরিপালন করবে।

সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৮৮ পয়সা। এদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৩ পয়সায়। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরে ছিল ৭ টাকা ২১ পয়সা। ২০১৯ হিসাব বছর থেকেই কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।

১৯৮৭ সালে পুঁজিবাজারে আসা রাষ্ট্রায়ত্ত এ কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৭ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪৪ কোটি ৫৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৯০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২ শতাংশ, বাংলাদেশ সরকার ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৪ দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩২ দশমিক ৯০ শতাংশ শেয়ার।

ডিএসইতে সর্বশেষ গতকাল ৭৬ টাকা ৪০ পয়সায় উসমানিয়া গ্লাসের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে শেয়ারটির দর ৪৯ টাকা থেকে ৮৬ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।