নেপালে বাস খাদে পড়ে নিহত ৩২

নেপালে মুগু জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ছায়ানাথ রারা মিউনিসিপ্যালিটি-৭ এর পিনাতাপলেখোলা এলাকায় রাস্তা থেকে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বলে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

মুগু জেলা পুলিশ কার্যালয় জানায়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে চারজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়।

প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

তিনি বলেন, দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, যার কারণে প্রাণহানি বেশি হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ব্রেক কাজ না করার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।