জয়পুরহাট আক্কেলপুরে রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেন থেকে নদীতে পড়া নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেলসেতুর তুলসীগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ কিশোরের নাম মেহেদী হাসান (১৬)। সে পঞ্চগড় সদর উপজেলার বাতুভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। উদ্ধার হওয়া মুঠোফোন থেকে তার এই পরিচয় জানা যায়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় ওই কিশোর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে রেলসেতুর গার্ডারে একটি বিচ্ছিন্ন হাত, ম্যানিব্যাগ ও মুঠোফোন দেখতে পান। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নদী থেকে নিখোঁজ কিশোরের সন্ধানে অভিযান শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করে তাকে না পাওয়ায় রাত ১০ টার দিকে অভিযান স্থগিত করা হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তুলসীগঙ্গা নদীর ঘটনাস্থলের আশপাশে খোঁজ শুরু করে। খোঁজ না পাওয়ায় রাত ১০টার দিকে অভিযান স্থগিত করা হয়। সোমবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৯টা দিকে রেলসেতুর নদী থেকে লাশটি উদ্ধার হয়। লাশের ময়না তদন্তের জন্য রেল পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।