সেন্টমার্টিনে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ৮

সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।

এ ঘটনার পর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, এখনো ৮ জন নিখোঁজ রয়েছে।

এছাড়া জীবিত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রলারডুবির সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের কাছে হস্তান্তর করা হয়।

খবর পেয়ে নৌবাহিনীর আরেক জাহাজ ‘অপরাজেয়’ দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা চালিয়ে এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করেছে।