নির্মাতা অরণ্য পলাশ বলেন, ‘তথ্যমন্ত্রী আমার পাশে দাঁড়িয়েছেন অনেক সাহস পেয়েছি। সিনেমা বানাতে গিয়ে ধার-দেনা হয়েছে বেশ। অনেকেই এখনও টাকা পাবেন। এই টাকা আমি সিনেমার প্রয়োজনেই খরচ করব। আমাদের সিনেমাটির পাশে আরও অনেকেই দাঁড়াতে চেয়েছেন। আমাদের সহযোগিতা করছেন। ছবি মুক্তির আগে কে কীভাবে সহযোগিতা করেছেন ফেসবুক লাইভে এসে তুলে ধরব। আমাদের পাশে যারা দাঁড়াচ্ছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
চলচ্চিত্র নির্মাণ করতে গিয়ে নিঃস্ব হয়ে যাওয়া নির্মাতা অরণ্য পলাশকে অর্থ সহায়তা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক অরণ্য পলাশের হাতে নিজের পক্ষ থেকে এক লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মিজান-উল-আলম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অরণ্য পলাশ নির্মিত ‘গন্তব্য’ চলচ্চিত্রের প্রযোজক এলিনা শাম্মীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘গন্তব্যে’ ছবির গল্প সঞ্জীবন শিকদারের পথনাটক ‘কই বললো’ থেকে নেয়া। মানিকগঞ্জ, পদ্মার পাড়সহ বেশকিছু এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আইরিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, এলিনা শাম্মী, কাজী রাজু ও মাসুম আজিজ প্রমুখ।