দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের তিন কার্যদিবসে ১ হাজার ৯৬২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১ দশমিক ৬২ শতাংশ বা ৬২০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ১২৪ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত সপ্তাহের তিন কার্যদিবসে বেক্সিমকোর ৯৫ লাখ ৬০ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১২৪ কোটি ৩ লাখ ৯ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ৩২ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক ৮৮ শতাংশ।
লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১১২ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৫ দশমিক ৭১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ।
গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক ৮২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৬২ শতাংশ।
মোট লেনদেনের ৪ দশমিক ৭৯ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৮০ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৩ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে দশমিক ৪৫ শতাংশ।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর দশমিক ২৭ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে ২ দশমিক ১০ শতাংশ অবদান রেখেছে কোম্পানিটি। তিন কার্যদিবসে কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকার ২৭ লাখ ৩৮ হাজার ২০৫টি শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকার ৭৩ লাখ ৩১ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ১ দশমিক ৮৩ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ।
তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১৪ দশমিক ৯৪ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ১ দশমিক ৬৩ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ৩২ কোটি ৮ লাখ ১৯ হাজার টাকার ১ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ১৫১টি শেয়ার লেনদেন হয়েছে।
মোট লেনদেনের ১ দশমিক ৫৯ শতাংশ নিয়ে তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ দশমিক ৭৭ শতাংশ।
তালিকায় নবম অবস্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শেয়ারদর ২ দশমিক ৭০ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ১ দশমিক ৪২ শতাংশ। তিন কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকার ৩৪ লাখ ৯৮ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার সর্বশেষ কোম্পানিটি হলো ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৮৮ লাখ ৯৯ হাজার ৪৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা।