শাকেরা রজব আলী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শাকেরা রজব আলী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হলো। দিবসটি পালনের লক্ষ্যে বিদ্যালয়ের পক্ষ হতে ব্যাপক কর্মসূচি নেয়া হয়।

সকাল ৯ টা ৩০ মিনিটে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরামর্শ ও নির্দেশনা মোতাবেক এবং জনাব সৈয়দ মোঃ ছরওয়ার আলম(কো-অপ্ট সদস্য, শাকেরা রজব আলী উচ্চ বিদ্যালয়) এর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা,এস.এ.সি পরীক্ষা-২০২২-এ জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী জনাব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব পদমর্যাদা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সদস্য (বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ)।