লভ্যাংশ পাঠিয়েছে আট মিউচুয়াল ফান্ড

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ট্রাস্টি বোর্ড অনুমোদিত লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আট মিউচুয়াল ফান্ড।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি। অনুমোদিত লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে সংশ্লিষ্ট ফান্ডটির অ্যাসেট ম্যানেজার।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। অনুমোদিত লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি। অনুমোদিত লভ্যাংশ এরই মধ্যে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি। অনুমোদিত এ লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: সমাপ্ত হিসাব বছরে ৭ শতাংশ নগদ অনুমোদিত লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে অ্যাসেট ম্যানেজার।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড: ফান্ডটি ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য অনুমোদিত ৭ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে।

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য অনুমোদিত ৬ শতাংশ নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করেছে ফান্ডটির অ্যাসেট ম্যানেজার।

আইসিবি এএমসিএল সেকেন্ড ফান্ড: ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ট্রাস্টি কমিটি অনুমোদিত ৮ শতাংশ নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলোচ্য সময়ে ইপিইউ হয়েছে ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা।