রাজকে কান ধরিয়ে ক্ষমা চাওয়ালেন পরীমনি

এবার ঈদে দেশের ১১ টি হলে মুক্তি পেয়েছে নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ সিনেমাটি। ইতোমধ্যে বেশ আলোচনায় চলে এসেছে ছবিটি। নতুন এই সিনেমাটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম-শরীফুল রাজ ও ইয়াশ।

মুক্তির পর থেকেই বেশ ব্যস্ত সময় যাচ্ছে ছবির নায়ক-নায়িকা ও নির্মাতার। দেশের বিভিন্ন হলে যাচ্ছেন তাঁরা। যেনো দম ফেলার সময় পর্যন্ত নেই। এমন অবস্থায় অভিনেতা রাজের স্ত্রী পরীমনি অন্তঃসত্ত্বা। ব্যস্ততার কারণে নিয়োমিত চেকআপেও নিয়ে যেতে পারেনি তিনি। আর তাই বেশ চটে ছিলেন পরী। তবে তা মজার ছলেই।

বুধবার পরীমনি তার ফেসবুকে রাজের সঙ্গে বেশ কিছু ছবি পোষ্ট করেন। যেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ১০ দিন দেরি করে ইনি আমাকে ডক্টর চেক আপে নিয়ে গেলেন আজ! কি করা উচিত? যাও পরাণ’র বাজিমাতের জন্যে মাফ করে দিলাম।

এদিকে রাজের ‘পরাণ’ সাড়া ফেলায় এই ব্যস্ততায় পাশে রয়েছেন পরীমনি। মুগ্ধ হয়ে এর আগে লিখেছিলেন, ‘আমার “পরাণ”টা দিলা তো সব কাঁপায়ে। এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়।