রফতানি লক্ষ্যমাত্রা ৬৭ বিলিয়ন ডলার নির্ধারণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, চলতি ২০২২-২৩ অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ১০ থেকে ১১ শতাংশ বেশি।

বুধবার (২০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। আর রফতানি হয়েছে ৬০ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। এরমধ্যে পণ্যখাতে রফতানি লক্ষ্যমাত্রা ৫৮ বিলিয়ন ডলার আর সেবা খাতে রফতানি লক্ষ্যমাত্রা ৯ বিলিয়ন ডলার ধরা হয়েছে।