যুক্তরাষ্ট্রের ভুট্টা ও সয়াবিন রফতানি হ্রাসের শঙ্কা

বৈশ্বিক বিপুল চাহিদার প্রেক্ষাপটে মার্কিন রফতানিকারকরা টানা তৃতীয় বছর ভুট্টা ও সয়াবিন উচ্চমূল্য উপভোগ করেছে। সম্প্রতি এ দুটি পণ্যের দাম এমন নাগালের বাইরে, ক্রেতারা তা কেনাই বন্ধ করে দিয়েছে। খবর রয়টার্স।

৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে টানা তৃতীয় সপ্তাহের মতো নিট সয়াবিন রফতানি ক্রয়াদেশ বাতিল হয়েছে। বাতিল ও পুনরায় বিক্রি সমঝোতা বছরের এ সময়ে খুব সাধারণ ঘটনা। রফতানি ছয় লাখ টনের বেশি হারানো অন্য যেকোনো বছরের চেয়ে বেশি।

২০২১-২২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টন, যা সরকারের বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে মাত্র চার লাখ টন (দেড় কোটি বুশেল) বেশি। সাম্প্রতিক ক্রয়াদেশ বাতিল প্রবণতা আমলে নিলে এটা বেশ আশঙ্কাজনক।

গত সপ্তাহে ২০২২-২৩ অর্থবছরের মার্কিন সয়াবিন রফতানি লক্ষ্যমাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। সয়াবিন রফতানির আগের লক্ষ্যমাত্রার ৬ কোটি ৫০ লাখ বুশেল কমিয়ে ২১৩ কোটি বুশেল রফতানির নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।