পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২১ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ জুলাই। সভায় কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়ে সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারকে শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সম্প্রতি কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির নাম মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিবর্তে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি হবে।
কোম্পানি আইন, ১৯৯৪-এর দ্বিতীয় সংশোধনী ২০২০ সালে জাতীয় সংসদে পাস হয়। পরে ওই বছরের ৭ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ করা হয়। সংশোধনী নতুন আইনের ধারা ১১(ক)(ক) অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে ‘লিমিটেড’-এর পরিবর্তে ‘পিএলসি’ ব্যবহার করতে হবে। সে অনুযায়ী কোম্পানিটির নাম ‘মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৬৮ পয়সা।