ভক্ত চেয়েছিলেন সেলফি তুলতে, রেগে গেলেন রানু

শাড়ির দোকানে দাঁড়িয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। সঙ্গে বাচ্চা, হাতে মোবাইল নিয়েএক ভক্ত রানুর কাছে সেলফি তোলার অনুরোধ করেন। আর তাতেই বেজায় চটে যান রানু। সেলফি তুলতে চাওয়ার কারণে যদিও রানু চটে যাননি, ওই মহিলা গায়ে হাত দিয়ে তাঁকে ডেকেছিলেন বলেই রেগে যান গায়িকা।

ওই মহিলার দিকে ফিরে রানু রীতিমতো ইংরেজি, হিন্দি মিশিয়ে রাগের সঙ্গে বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি।’’ শুধু তাই নয়, কেন সেই মহিলা রানুর গায়ে হাত দিয়ে ডেকেছেন তা নিয়েও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন তিনি। হিন্দিতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইসকা মতলব ক্যায়া হ্যায়?”

গোটা ঘটনার ভিডিয়ো সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।কে বা কারা ওই ঘটনা রেকর্ড করছেন, তা জানা যায়নি। এক জন অনুরাগীর প্রতি রানুর এই ব্যবহারে নেটজুড়ে তীব্র নিন্দায় সরব হন নেটিজেনদের বেশিরভাগ। রাতারাতি সেলিব্রিটি তকমা জুটে গিয়েছে বলেই কি ‘ধরা কে সরা’ মনে করছেন তিনি, প্রশ্ন তুলেছেন অনেকেই।