ব্যাংকাসুরেন্স চালু হলে দেশের বীমা খাত ধ্বংসের মুখে পড়বে- এমন আশঙ্কা করেছেন বীমা খাত সংশ্লিষ্টরা।
আজ রাজধানীতে ‘বীমা শিল্প ধ্বংসের মারণাস্ত্র ব্যাংকাসুরেন্স বিষয়ক কালাকানুন’ প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স ম্যানেজার্স ফোরাম সভা আয়োজন করে।
এতে বাংলাদেশ ইন্স্যুরেন্স ম্যানেজার্স ফোরামের আহবায়ক মো: মঞ্জুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
এতে বর্তমান সংকট উত্তরণের বিষয়ে মূল্যবান বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূরুল হুদা ডিউক।
এসময় বক্তারা সকল বীমা কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে ব্যাংকাসুরেন্স বাতিলের দাবীতে সোচ্চার হওয়ার আহবান জানান।
ফোরামের সদস্য সচিব মো: বাকের মোর্শেদ এর সঞ্চালনায় আন্দোলন কর্মসূচী নির্ধারনী সভা হয়।
এসময় কাজী আরিফ, এস.এম. সৈনিক আহমেদ সাইফুল, মিয়া মাসুদ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।