শহরের বিমান অফিস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২ জন। শুক্রবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তিথি (২৩), তনিমা (২৬) ও তানজিলা (৩০)। আহতদের নাম জানা যায়নি। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাজুল মল্লিক শনিবার সকালে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর আহতাবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর গুরুতর আহত তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত দু’জনের চিকিৎসা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।