‘বর্জ্য পানিতে ফেললে শান্তিতে থাকতে দেওয়া হবে না’

বাসাবাড়ির পয়োবর্জ্য খালে বা লেকের পানিতে ফেললে কাউকে ‘শান্তিতে থাকতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (১৯ জুলাই) গুলশান ২-এর নগরভবনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন হাউজিং সোসাইটির সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মেয়র।

মেয়র আতিক বলেন, ‘আমরা নিজের জন্য এসি বসাতে পারি, জেনারেটর বসাতে পারি। অথচ যে পয়োবর্জ্য পুরো শহরকে নষ্ট করছে, সেটার জন্য ছোট্ট ট্রিটমেন্ট প্লান্ট বসাতে পারি না। আপনি ঠান্ডায় থাকেন খুব ভালো কথা, কিন্তু আপনার বর্জ্য যদি খালে, লেকে ফেলে দেন তবে আপনি ঠান্ডায় থাকতে পারবেন না। আপনার মাথা গরম করে দেওয়া হবে।’

তিনি জানান, রাজউককের নকশায় সেফটি ট্যাংক থাকলেও বাস্তবে নেই। যারা সেফটি ট্যাংক, সোকওয়েল ও ট্রিটমেন্ট প্লান্ট বসান, তাদের প্রয়োজনে পুরষ্কার দেওয়া হবে।

আতিকুল বলেন, আমি লেক পরিষ্কার করি। কিন্তু লেকের মধ্যে মাছ নয়, মশার চাষ হচ্ছে পয়োবর্জে্যর কারণে। সরকার কবে ঢাকা শহরের পাঁচটি এলাকায় ট্রিটমেন্ট প্লান্ট করবে আর আমি সেই আশায় বসে থাকবো এটা হতে পারে না। ওয়াসার সঙ্গে কথা বলেছি। কেউ বাসাবাড়িতে ট্রিটমেন্ট প্লান্ট বসালে তাকে আলাদা করে পয়োবর্জ্য শোধন ফি দিতে হবে না।

অনুষ্ঠানে উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন হাউজিং সোসাইটির নেতারা ছিলেন।