দেশের পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিসে আজ মঙ্গলবার নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয় সিকিউরিটিজগুলোর মধ্যে প্রায় ৯০ শতাংশই দর হারিয়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকটি পয়েন্ট হারাতে থাকে। বেলা ১১টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ৬ হাজার ১৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ কমে ২ হাজার ২০৪ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ১৭ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৩৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির বা ৭ দশমিক ১২ শতাংশ, কমেছে ৩৪১টির বা ৮৯ দশমিক ৯৭ শতাংশ। আর অপরবর্তিত রয়েছে ১১টি বা ২ দশমিক ৯০ শতাংশ সিকিউরিটিজের বাজারদর।
বেলা ১১টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ১২৯ কোটি ৫২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।