দেশের বীমা খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’২১ শেষ দিন উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘টু আইডিয়া সিকিউরিটিজ ইনভেস্ট প্রটেক্ট ইন্স্যুরেন্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সম্ভবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
শিবলী রুবায়েত-উল-ইসলাম বলেছেন, বর্তমানে শস্য বিমা করার কথা উঠেছে। এ বিষয়টি আমি যখন সাধারণ বিমা কর্পোরেশনে ছিলাম তখনই করার চেষ্টা করেছি। এ নিয়ে দেশের তিনটি স্থানে (নোয়াখালি, সিরাজগঞ্জ ও রাজশাহী) প্রজেক্ট করেছি। কিন্তু সেখানেও অনেক বাধা আছে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, আমাদের দেশে সবচেয়ে বড় সমস্য হচ্ছে, আমরা একই নিয়ম নীতির মধ্যে থাকতে চাই। আমাদের ক্ষুদ্র চিন্তা থেকে বেড়িয়ে এসে আমাদের ব্যবসার পরিধি বাড়াতে হবে। চেষ্টা করতে হবে কিভাবে ছোট ছোট এসএমই কোম্পানিগুলোকে বিমার আওতায় নিয়ে আসা যায়। আমাদের দেশের অনেক লোক চিকিৎসার অভাবে মারা যায়। যদি হেলথ সেক্টরকে বিমার আওতায় নিয়ে আসা যায় তাহলে একদিকে যেমন মানুষ চিকিৎসা পাবে, অন্যদিকে বিমা কোম্পানিগুলোরও আয় বাড়বে।
বন্ড মার্কেটের কথা বলে বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা বন্ড জনপ্রিয় করার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে প্রথম দিকে কিছুটা ধাক্কা আসবে। এ ক্ষেত্রে জনপ্রিয় হয়ে বন্ড স্টাবলিশ হওয়ার আগ পযন্ত বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু বিনিয়োগকারীরা কেন এই বন্ডে বিনিয়োগ করবে, রিটার্নের আশায়। রিটার্নের পাশাপাশি বিনিয়োগকারীদের বিনিয়োগের নিরাপত্তা দিতে হবে। বিনিয়োগের নিরাপত্তা থাকলেই বন্ড জনপ্রিয় হবে।