পেঁয়াজের মজুদ, কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হয়েছেন ১৫ আমদানিকারক।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, দ্বিতীয় দিনে জিজ্ঞাসাবাদের জন্য চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও খুলনা অঞ্চলের ৩৭ জন আমদানিকারককে অধিদপ্তরে হাজির হতে বলা হয়েছে।
তাদের কাছ থেকে পেঁয়াজ আমদানি, মজুদ ও বিক্রির তথ্য সংগ্রহ করা হচ্ছে। একইসাথে অতি মুনাফা ও অর্থপাচারের তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে।
পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ খুঁজতে মোট ৪৭ জন আমদানিকারকের তালিকা তৈরি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল প্রথম দিনে ১০ জন আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করা হয়ে।