ঢাকায় বিষ ঢালছে ভয়াবহ বায়ুদূষণ

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। ধুলার কারণে এই দূষণের মাত্রা এখন আরও ভয়াবহ।

রাজধানী ঢাকার বায়ুদূষণ বন্ধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। ঢাকার বায়ু দূষণমাত্রা কত এবং বায়ু দূষণমাত্রা কমানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে তা জরুরি ভিত্তিতে নির্ণয় করে সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানান তারা।

শনিবার জাতীয় জাদুঘরের সামনে ‘নগরে বিষ ঢালছে বায়ুদূষণ; বায়ুদূষণ বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ কর’ স্লোগানে আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানায় সংগঠনগুলো।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), পরিবেশ আন্দোলন মঞ্চসহ সমমনা সংগঠনগুলো যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ ও কলকারখানার ধোঁয়ার কারণে ঢাকা শহরের প্রায় দেড় কোটি মানুষ আসলে এক অবিশ্বাস্য বিষাক্ত গ্যাসের মাঝে বাস করছে।

এক গবেষণায় দেখা গেছে, ঢাকার বাতাসে দূষণের মাত্রা গত ১০ বছরে ৮৬ শতাংশ বেড়েছে। জনসংখ্যা দিয়ে বায়ুদূষণ বিবেচনা করলে সারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত বায়ুর দেশ হচ্ছে বাংলাদেশ।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং নাসফ-এর সাধারণ সম্পাদক তৈয়ব আলীর সঞ্চালনায় মানববন্ধনে পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, নাসফের সম্পাদক ওমর ফারুক, পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সার্বক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের সাম্প্রতিক তালিকায় দূষিত বায়ুর শহরের তালিকায় অন্তত দুদিন শীর্ষে ছিল ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছে।