করোনার টিকা সংরক্ষণে কোভ্যাক্সের অত্যাধুনিক আটটি ডিপ ফ্রিজ পাচ্ছে চট্টগ্রাম। নগরের চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে স্থাপন করা হবে এগুলো।
এসব অত্যাধুনিক ফ্রিজে ফাইজারের মতো মাইনাস ডিগ্রি তাপমাত্রার করোনা টিকা সংরক্ষণ করা যাবে।
ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রথমবারের মতো গত ১২ অক্টোবর রাতে প্রথম চালানে ১৬ হাজার ৩৮০ ডোজ ফাইজারের টিকা চট্টগ্রামে এসে পৌঁছে।
চট্টগ্রামের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে প্রথম ধাপে আসা ফাইজারের টিকা জেলা কার্যালয়ের ইপিআই সেন্টার হাউসে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে।
নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতাল কেন্দ্রে আগামী শনিবার থেকে এসব টিকা দেওয়া শুরুর কথা। তালিকা অনুযায়ী চট্টগ্রামে অত্যাধুনিক আটটি ডিপ ফ্রিজ আসছে।
কোভ্যাক্স কোল্ড চেইন ইকুইপমেন্টের আওতায় ইপিআই স্টোরের জন্য ডিপ ফ্রিজার সরবরাহ, স্থাপন ও চালু করা হবে। ডিপ ফ্রিজার ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।