টানা ৪৮ ঘন্টা শুটিং, হৃদরোগে হাসপাতালে অভিনেত্রী

 

টানা ৪৮ ঘণ্টা শুটিং করে অসুস্থ হয়ে পড়লেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী গেহানা বশিষ্ট। হৃদরোগে আক্রান্ত হওয়ায় মুম্বাইয়ের মালাডের রক্ষা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে গেহানাকে। শিগিগিরই সুস্থ করে তোলার জন্য জোর কদমে গেহানার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন গেহানা বশিষ্ট। শুটিংয়ের মাঝেই মাথা ঘুরে পড়ে যান তিনি। অসুস্থ অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানান, দিনের পর দিন ধরে ঠিকঠাক খাওয়া-দাওয়া না করে কাজ করে যাচ্ছিলেন গেহানা। সম্প্রতি ৪৮ ঘণ্টা একটানা শ্যুটিং করেছিলেন। খাওয়াদাওয়া না করেই শুটিং করছিলেন তিনি। সেই কারণে শুটিং ফ্লোরের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বছর ৩১-এর গেহানা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গেহানাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ব্লাড প্রেসার একদম নীচের দিকে ছিল। অন্যদিকে দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন গেহানা। ফলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ভেন্টিলেশনে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার প্রায় ২ ঘণ্টা পর গেহানাকে কিছুটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা হয়। তবে এখনো তার অবস্থা সঙ্কটজনক।