পূজা দেখতে গিয়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মা নিহত ও ঠাকুমা আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ কিশোরগঞ্জ রোভের কেল্লা বাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই অবিনাশ রায় জানান, দুপুরে ভাই সুজন মোটরসাইকেলে ‘মা’ মালা রানী ও ঠাকুমাকে নিয়ে বাড়ি থেকে পূজা দেখতে বের হন। বিকেল ৪টার দিকে কেল্লাবাড়ী বাজারের বলাকা সিনেমা হলের সামনে সড়কে থাকা গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পরেন। এ ঘটনায় মালা রানীর মাথা ফেটে গুরুতর আহত হন, সেখান থেকে পথচারী ও স্বজনরা তারাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।