ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে জনগণের জানমাল রক্ষায় সার্বিক সহায়তায় নিয়োজিত রয়েছেন।
রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে দলীয় সভাপতির কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সমন্বয়ে একটি মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে।
দলীয় নেতা-কর্মী এবং জনসাধারণকে ঘূর্ণিঝড়ের আগে ও পরে কোনো ঘটনা ঘটলে মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর- ৯৬৭৭৮৮১, ৯৬৭৭৮৮২। ফ্যাক্স নম্বর- ৯৬৬৬৫৫০। ই-মেইল- alparty1949@gmail.com।