কারণ ছাড়াই দর বাড়ছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ১২ জুলাই পাঠানো এক চিঠির জবাবে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ৮ জুলাইয়ের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৮ টাকা ৩০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১১ দশমিক ৩৪ শতাংশ। সাম্প্রতিক সময়ের মধ্যে গত ১৩ জুলাই কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল ২ লাখ ২৩ হাজার ৪৮৫টি। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির ৯১ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২০ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়েও ৬ পয়সা লোকসান ছিল কোম্পানিটির। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪ টাকা ৭৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যেখানে দায় ছিল ৪ টাকা ৪২ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি মেঘনা পেট।