এবার সিরিজে ফেরার মিশন বাংলাদেশের

বড় লক্ষ্যের জবাবে প্রথম ম্যাচে অল্পের জন্য জয় হাতছাড়া করে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাটিতে মাত্র ১৭ রানে হারে লাল-সবুজের দল। একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে নামছেন সোহান-মিরাজরা। বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজে নেই মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ছুটি নিয়েছেন। ব্যক্তিগত কারণে তিনি খেলছেন না।

সিনিয়র এই ক্রিকেটাররা না খেললেও প্রথম ম্যাচে খুব একটা প্রভাব পড়েনি। তরুণেরা ভালোই খেলেছেন। জিম্বাবুয়ের বিশাল লক্ষ্যের জবাবে জয়ের একাবারেই কাছাকাছি চলেও গিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত পারেনি।

হারারেতে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে ২০৫ রান গড়ে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৮৮ রানে।

তবে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেন নুরুল হাসান সোহান, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে সোহান ছিলেন বেশ উজ্জ্বল। তিনি ২৬ বলে হার না মানা ৪২ রান করেন।

আর লিটন ১৯ বলে ৩২ এবং শান্ত ২৫ বলে ৩৭ রান করেও দলের হার এড়াতে পারেননি। এনামুল হক বিজয় ২৭ বলে ২৬ রান করেন।

তবে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিরিজে ফিরতে হলে এই ম্যাচে জিততেই হবে। তাই লাল-সবুজের দলের জন্য ঘুরে দাঁড়ানোর মিশন।

এদিকে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ২ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজের পর ৫ আগস্ট থেকে দুদল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে। শেষ দুটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।