নতুন প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর “প্রশিক্ষণ ও গবেষণা” বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছেন মাহমুদুল ইসলাম।
কোম্পানীর চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ইতালি থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সাক্ষাতকার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এম.মাহফুজুর রাহমান।
বীমা শিল্পের সর্ব কনিষ্ঠ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ জামাল হাওলাদার “প্রশিক্ষণ ও গবেষণা” বিভাগের প্রধান হিসেবে মাহমুদুল ইসলামের হাতে নিয়োগপত্র তুলে দেন। হিসাব বিভাগের প্রধান, কোম্পানির সিএফও আব্দুস সালাম খন্দকার, সেলস এন্ড মার্কেটিং বিভাগের এসইভিপি শরিফ মোঃ শহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
তরুণ প্রশিক্ষক মাহমুদুল ইসলাম বীমা খাতে উন্নয়ন বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। নতুন কর্মজীবনে সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।