পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন চলছে। পাশাপাশি বাড়ছে লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারদর। লেনদেনও রয়েছে সন্তোষজনক অবস্থায়। এ দিন বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৯৫৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাত হাজার ৩৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্্ সূচক দশমিক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬০০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৭১ পয়েন্টে।
আজ এখন পর্যন্ত ডিএসইতে ৩৭৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ২৫১টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।